ডি-নথি ও নিরীক্ষা কার্যক্রম সম্পর্কিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী

নিরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নিরীক্ষা পরিকল্পনা, মডেল প্যারা লিখন (মডিউল-১ ও ২), রিপোর্টিং ফরমেট, ডি-নথি, AMMS 2.0, iBAS++ হতে Data Extraction ও Data Analysis, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সম্পর্কে সম্যক ধারণা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পরিচালিত সিভিল ওয়ার্কস কার্যক্রম ও তাদের আওতাধীন PEDP-4 এর সমস্ত কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা অর্জনের লক্ষ্যে সভাকক্ষ 'প্রত্যয়'-এ কর্মকর্তা/কর্মচারীবৃন্দের জন্য ৫ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। অদ্য ০৯/০৭/২০২৩ খ্রি. তারিখে অত্র কার্যালয়ের সম্মানিত মহাপরিচালক জনাব শেখ মোহাম্মদ ওমর ফারুক মহোদয়ের সভাপতিত্বে সকাল ৯টা ১৫ মিনিট থেকে প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়ে বেলা ১:৩০ ঘটিকায় শেষ হয়। দুইজন বিশিষ্ট প্রশিক্ষক দুই ভাগে প্রশিক্ষণ সেশন সম্পন্ন করেন। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীতে নিরীক্ষা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও অনলাইনে নথি ব্যবস্থাপনা, নিরীক্ষা পরিকল্পনা ও নিরীক্ষা কার্যক্রম সম্পর্কে কর্মকর্তা/কর্মচারীবৃন্দ-কে অবহিত করা হবে। উল্লেখ্য, ১ম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হবার পর ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচী আগামী ১৬/০৭/২০২৩ খ্রি. তারিখ হতে শুরু হয়ে ২০/০৭/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।

 

Or use your account on Unify

Error message here!

Hide Error message here!

Forgot your password?

Or register your new account on Unify

Error message here!

Error message here!

Hide Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Error message here!

Back to log-in

Close